আতিকুর ফরায়েজী

আতিকুর ফরায়েজী

আতিকুর ফরায়েজী তিন  ভাইদের মধ্যে বড়। বাবা-মায়ের দেওয়া নাম মোঃ আতিকুর রহমান। ফরায়েজী তার বংশীয় পদবি। ১৯৯১ সালের ২০ এপ্রিল, বাংলা ০৭ বৈশাখ ১৩৯৭ সালে বাংলাদেশের প্রথম রাজধানী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার অনেক কবিতা এবং ছোটগল্প বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন লিটলম্যাগ এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। পয়স্তি নামে তিনি একটি লিটলম্যাগ সম্পাদনা করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সমালোচক এবং গীতিকার।

আতিকুর ফরায়েজী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon